• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯

সারা দেশ

শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে গণহত্যা দিবস পালিত

  • ''
  • প্রকাশিত ২৪ মার্চ ২০২৪

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে ঐতিহাসিক গণহত্যা দিবস পালিত হয়েছে। শুরুতে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে কলেজের শেখ রাসেল কর্ণারে ২৫ মার্চ গনহত্যার উপর দেওয়াল প্রত্রিকার উদ্বোধনের মাধ্যমে কর্মসূচি শুরু করা হয়।

রোববার (২৪ মার্চ) দুপুর ১২টায় কলেজের স্বপন দাশ অডিটোরিয়াম আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ বটু গোপাল দাস। সভায় স্বাগত বক্তব্য রাখেন গণহত্যা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রভাষক সুব্রত কুমার দাম।

সহকারী অধ্যাপক মো. হোসাইন সায়েদীনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম, মৃত্যুঞ্জয় কুমার দাস, মোসঃ আতাউন্নেসা, উৎপল কুমার দাস, প্রভাষক শেখ শামীম ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা ২৫ মার্চের তাৎপর্য সকলের সামনে তুলে ধরেন এবং সকলেই গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি দাবী করেন।

এসময় সভাপতি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের স্বাধীনতায় যারা বিরোধীতা করেছিল আজও তারা সক্রিয় হয়ে বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়। এদের মুখোশ জাতির সামনে তুলে ধরতে হবে এবং সকল শিক্ষার্থীকে সঠিক ইতিহাস সম্পর্কে জ্ঞানার্জন করতে হবে। আলোচনা সভার শেষে দিবসটি উপলক্ষে এক ভিডিও ডকুমেন্টারি সকলের সামনে উপস্থাপন করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads